Home / বগুড়ার খবর / বগুড়ায় পিকনিকের বাস থেকে সাত কিশোরসহ গ্রেপ্তার ৯

বগুড়ায় পিকনিকের বাস থেকে সাত কিশোরসহ গ্রেপ্তার ৯

শেরপুর ডেস্ক:বগুড়ায় পিকনিকের বাস থেকে সাত কিশোরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গাবতলীর সোনারায় ইউপির পীরগাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলো- গাবতলীর জামিরবাড়িয়া এলাকার হায়দার আলীর ছেলে শিহাব উদ্দিন ও একই উপজেলার লস্করীপাড়ার জলিলের ছেলে লাজু সাব্বির (১৯)। বাকিরা ১৭ বছর বয়সী সাত কিশোর। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।

ওসি আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহাস্থানগড় থেকে আঞ্চলিক সড়ক পথে পীরগাছা বাজারের দিকে একটি পিকনিকের বাসে কিছু বখাটে দেশীয় অস্ত্র নিয়ে আসছে। তখন বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এরপর রাত সাড়ে ৯ টার দিকে পিকনিকের একটি বাস থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় ৬ টি বার্মিজ চাকুসহ ওই নয় জনকে আটক করা হয়। পরে থানায় আনার পর সাত কিশোর শিশু বিষায়ক কর্মকর্তার তত্ত্বাবধানে ছিলো।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, শুক্রবার আটক হওয়া আসামিদের মধ্যে ৭ কিশোরকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে বগুড়া জেলা দায়রা জজ আদালতে পাঠানো হয়।

Check Also

শেরপুরে প্রতারণা করে ৩৯৮ বস্তা আটা আত্মসাতের চেষ্টা আটাসহ ট্রাক উদ্ধার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে ৩৯৮ বস্তা আটা ও একটি ট্রাক আত্মসাৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + three =

Contact Us