সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে রাস্তা রক্ষার দাবীতে গ্রামবাসীর মানব বন্ধন

শেরপুরে রাস্তা রক্ষার দাবীতে গ্রামবাসীর মানব বন্ধন

শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা রাস্তা রক্ষার দাবীতে মানব বন্ধন করেছেন এলাকার আবালবৃদ্ধবণিতা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১১ ঘটিকায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

গোঁড়তা গ্রামের কানু, স্বপন, লিপি, নুরুল ইসলাম সহ অনেকেই জানান, গ্রামের প্রায় তিন হাজার লোকজন রাস্তাটি ব্যবহার করেন। উক্ত রাস্তার ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান, মেম্বর সহ অনেকেই বিভিন্ন সময়ে দরবার শালিশ করেছেন । আমরা জমির মালিকদের জমির পরিবর্তে জমি অথবা জমির মূল্য দিতে চেয়েছি কিন্তু তারা তা মেনে নেয়নি। উক্ত জমির মালিক গজেন মেম্বর, হেমন্ত, রফিকুল ইসলাম, সবুজ, হাফিজুর রহমান সহ অনেকেরই জমি আছে। এদের মধ্যে প্রায় সকলেই জমি ছেড়ে দিলেও গজেন মেম্বর ও হেমন্ত সরকার জমি দিতে চায়নি। আমরা প্রায় ৫০ দিন হলো রাস্তাটি করেছি এখন আর ভাঙ্গতে দিব না।

এ ব্যাপারে হেমন্ত কুমার সরকার জানান, গোঁড়তা গ্রামের অধীবাসীগন আমাদের সাড়ে চৌদ্দ বিঘা জমির উপর দিয়ে রাতের অন্ধকারে আমাদের না জানিয়ে রাস্তা করেছে। আমরা পরের দিন রাস্তা ভাঙ্গতে গেলে গ্রামের লোকজন আমাদের লোকজনকে মারধর করে। পরে প্রানহানি ঘটার আশংকায় আমরা ফিরে আসি। পরে চেয়ারম্যান, সরকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে থানায় বসে অন্যপার্শ্বে দিয়ে রাস্তা তৈরীর চুক্তিতে ফিরে এলেও তারা অসৎ উপায়ে রাস্তার উপর নতুন ভাবে কাজ করছে।

স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, জমির মালিক যদি জায়গা না দেয় তবে আমরা বিচারকবৃন্দ জোর করে রাস্তা করার অনুমতি দিতে পারি না। আমরা একাধিকবার বৈঠক করেও গ্রামবাসীকে মানাতে পারছি না। আমরা সর্বশেষ রাস্তা ভেঙ্গে ফেলার জন্য গ্রামবাসীকে প্রস্তাব দিলেও তারা পুনরায় রাস্তার মাটি ভরাট করবে বলে জানতে পেরেছি।

Check Also

শেরপুরে উপজেলা চাউল কল মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মমিনুল ইসলাম: বগুড়ার শেরপুর উপজেলা চাউল কল মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (১৪ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fifteen =

Contact Us