Home / রাজনীতি / বিএনপির অফিস কালো কাপড়ে মুড়িয়ে রাখা উচিত: কাদের

বিএনপির অফিস কালো কাপড়ে মুড়িয়ে রাখা উচিত: কাদের

 

শেরপুর নিউজ ডেস্ক: নেতৃত্বের ব্যর্থতার দায়ে বিএনপির কার্যালয় কালো কাপড় দিয়ে ঢেকে ফেলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, বিএনপি নেতাদের বাড়িঘরও কালো কাপড়ে ঢেকে দেওয়া উচিত।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির হুমকি ধামকিতে কারও ভ্রুক্ষেপ নেই। এগুলো অসাড়, ফাকা বুলি, বেলুনের মতো চুপসে যাবে। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের শক্তি কারও নেই। আমরা দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্যের মূল্যের বিষয়টি বিশেষ নজর দিচ্ছি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার। নির্বাচনে ৪১ ভাগের বেশি ভোটার অংশগ্রহণ করেছে, সেখানে ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সাংবিধানিক বিধান মেনে জাতীয় সংসদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ।

সেতুমন্ত্রী বলেন, নতুন সংসদের উদ্ভোধনী দিন যেদিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই দিনটিতে যারা কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন তাদের উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য বিএনপির দলীয় অফিস কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। তাদের নেতাদের বাড়িও কালো কাপড়ে মুড়িয়ে রাখা উচিত।

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তার জন্য দলটিকে পস্তাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

Check Also

নির্বাচন পরবর্তীতে সংস্কার চলমান রাখবে সে নিশ্চয়তা নেই: নাহিদ ইসলাম

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =

Contact Us