শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্ষীয়ান জননেতা আলহাজ¦ মজিবর রহমান মজনু নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মিনার প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট। বর্ষীয়ান জননেতা আলহাজ¦ মজিবর রহমান মজনু বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেছেন। আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু বর্ষীয়ান জননেতা মজিবর রহমান মজনু’র ভবিষ্যত সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।