Home / আইন কানুন / ভোটের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট

ভোটের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নতুন করে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি ৮৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়।

তারা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স, বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিকনির্দেশনা দেবেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সশস্ত্র বাহিনীর টিমকে দিকনির্দেশনা দেবেন এই কর্মকর্তারা।

Check Also

৭১ সালের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার নির্দেশনা চেয়ে রিট

শেরপুর নিউজ ডেস্ক: ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ব্যতীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =

Contact Us