সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / শুভ বড়দিন আজ

শুভ বড়দিন আজ

শেরপুর নিউজ ডেস্ক:খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ সোমবার। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করেন। তারা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও এদিনটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে উদযাপন করবেন।

বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। গতকাল রবিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা হোটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার। এদিকে বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সবার শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন ।

বাণীতে সাহাবুদ্দিন বলেন, ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

বাণীতে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। সব শ্রেণি-পেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা সব সম্প্রদায়ের মানুষের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি। অন্যদিকে দিনটি উপলক্ষে অনেক খ্রিস্টান পরিবারে কেক তৈরি করা হবে, থাকবে বিশেষ খাবারের আয়োজন। এছাড়া দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের। পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগ করে নিতে অনেকেই রাজধানী ছেড়ে গিয়েছেন গ্রামের বাড়িতে। রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজ। বড়দিনের প্রাক্কালে গতকাল রবিবার রাত থেকে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়।

বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন গির্জায় খ্রিস্টযাগ ও প্রার্থনার সময়সূচি প্রকাশ করেছে। তেজগাঁও ধর্মপল্লি গির্জায় (ফার্মগেট) আজ সকাল ৭টায় ও সকাল ৯টায় খ্রিস্টযাগ ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় মিরপুর গির্জা (বড়বাগ, মিরপুর-২), কাফরুল ধর্মপল্লি, পবিত্র ক্রুশ গির্জা (লক্ষ্মীবাজার) খ্রিস্টযাগ ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। সাড়ে ৮টায় খ্রিস্টযাগ ও প্রার্থনা অনুষ্ঠিত হবে সেন্ট মেরিস ক্যাথিড্রাল (কাকরাইল) এবং সাধ্বী খ্রিস্টিনার গির্জা (আসাদগেট)। সকাল ৮টায় ঐশ করুণা গির্জা (ভাটারা) এবং পবিত্র ক্রুশ গির্জায় (লক্ষ্মীবাজার) খ্রিস্টযাগ ও প্রার্থনা হবে। ডি ম্যানেজড গির্জায় (নয়ানগর) সকাল ৭টা ও সকাল ৯টায় খ্রিস্টযাগ ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৯টায় খ্রিস্টযাগ ও প্রার্থনা অনুষ্ঠিত হবে মহাখালী লুর্দের বাণী গির্জায়।

Check Also

পর্যটকদের ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বের ৬০ শহরের মধ্যে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহর হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =

Contact Us