Home / দেশের খবর / যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে: ইসি আনিছুর

যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে: ইসি আনিছুর

শেরপুর নিউজ ডেস্ক: যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতেই হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, সুনামগঞ্জে প্রার্থীদের মধ্যে সৎভাব রয়েছে সবকিছু মিলিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে।যারা নির্বাচন বিরোধী প্রচারপত্র বিতরণ করছেন আইনানুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন সবার জন্য সমান। আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই এবং এটা যেকোনো মূল্যে করতে হবে বলে জানান তিনি।

কত পার্সেন্ট ভোট কাস্ট হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে সাংবাদিকদের এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী আইনে কত পার্সেন্ট ভোট কাস্ট হতে হবে তা নির্ধারিত করে বলা নেই। তবে সর্বোচ্চ সংখ্যক ভোটার যেন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটার চেষ্টা চলছে।

অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচনের পরেও আরও দুইদিন মাঠে থাকবে সশস্ত্র বাহিনী বলে জানান ইসি আনিছুর।

Check Also

মোবাইল ইন্টারনেট কবে চালু হতে পারে রবি-সোমবারে

শেরপুর নিউজ ডেস্ক: আগামী সপ্তাহের শুরুর দিকে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =

Contact Us