সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / তিন বিশ্ববিদ্যালয়কে ১১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

তিন বিশ্ববিদ্যালয়কে ১১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১০০ মিলিয়ন ডলার (প্রায় ১১০০ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। গতকাল এডিবির প্রধান কার্যালয় থেকে এ ঋণ অনুমোদন দেয়া হয়।

এডিবির এ অর্থে বিশ্ববিদ্যালয়গুলোর কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কিত প্রোগ্রামগুলোর উন্নয়ন করা হবে।

এডিবির তথ্যমতে, প্রকল্পটি বিশ্ববিদ্যালয়গুলোর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রোগ্রামগুলোকে সময়োপযোগী করবে। প্রোগ্রামগুলো মিশ্র শিক্ষার কৌশলগুলো গ্রহণ করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস ও ইন্টারনেট অব থিংসের মতো সর্বশেষ প্রযুক্তিগুলোকে একীভূত করবে।

ঋণের অর্থে তিনটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক শ্রেণীকক্ষ ও পরীক্ষাগার স্থাপন, সহযোগিতা ও স্টার্টআপ স্পেস এবং সহায়ক সুবিধাদি প্রতিষ্ঠা করা হবে। সুবিধাগুলো জলবায়ু ও দুর্যোগ সহনশীল নকশা, জ্বালানি ও পানিসাশ্রয়ী বৈশিষ্ট্যগুলোকে অন্তর্ভুক্ত করবে এবং নারীবান্ধব সুযোগ-সুবিধা ও পরিষেবাগুলো অন্তর্ভুক্ত করবে।

এছাড়া এর আওতায় আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিশেষ করে নারীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের সুযোগ, ক্যারিয়ার কাউন্সেলিং ও ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট করা হবে।

চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি গ্রহণকে ত্বরান্বিত করতে এবং ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য উচ্চশিক্ষায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামকে উন্নীত করা প্রয়োজন। প্রকল্পটি আরো দক্ষ এবং প্রযুক্তিসচেতন স্নাতক এবং উদ্যোক্তাদের বিকাশে সহায়তা করবে। যারা দেশের আইটি শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করতে পারেন।

Check Also

ডাকসু নির্বাচনের ‘রোডম্যাপ’ ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ‘রোডম্যাপ’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us