Home / দেশের খবর / কাজী শাহেদ আহমেদ আর নেই

কাজী শাহেদ আহমেদ আর নেই

শেরপুর নিউজ ডেস্ক: না ফেরার দেশে চলে গেছেন বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক, প্রকাশক ও জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ। সোমবার (২৮ আগস্ট) সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাজী শাহেদ আহমেদের ছেলে কাজী আনিস আহমেদ গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কাজী শাহেদ আহমেদ দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক ছিলেন।

জানা গেছে, ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে কাজী শাহেদ আহমেদ জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন।

১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসায়িক জীবন শুরু। প্রকাশক ও সম্পাদক ছিলেন ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’ এর। বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতা তিনি। তার অলাভজনক উদ্যোগের মধ্যে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী শাহেদ ফাউন্ডেশন।

সাহিত্য পরিমণ্ডলেও তিনি সুপরিচিত। কাজী শাহেদ আহমেদের প্রথম গ্রন্থ ‘আমার লেখা’ ১৯৯৫ সালে প্রকাশিত হয়। সে বছরই ‘ঘরে আগুন লেগেছে’ বইটিও প্রকাশিত হয়। ২০১৩ সালে তার ৭৩ বছর বয়সে প্রথম উপন্যাস ‘ভৈরব’ প্রকাশিত হয়।

আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ প্রকাশিত হয় ২০১৪ সালে। একই বছর প্রকাশিত হয় উপন্যাস ‘পাশা’। ২০১৭ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘দাঁতে কাটা পেনসিল’। ২০১৮ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘অপেক্ষা।

কাজী শাহেদ দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন যাবত। ৭৫ পরবর্তী সময়ে ক্লাবের দুঃদিনে তিনি হাল ধরেন। ১৯৯১ থেকে ক্লাব লিমিটেড হওয়ার পর ডাইরেক্টর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার জন্য তার বড় ছেলে কাজী নাবিল আহমেদ ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জের দায়িত্ব পালন করছেন। কাজী শাহেদের ৩ ছেলে আবাহনীর পরিচালক। তার মতো তার সন্তানরাও ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ, শিক্ষা-সংস্কৃতি অনুরাগী।

কাজী নাবিল আহমেদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি। পাশাপাশি তিনি যশোরের সংসদ সদস্য, নাবিলের ছোট ভাই কাজী ইনাম আহমেদ দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক, তাদের আরেক ভাই কাজী আনিস আহমেদ দেশের একজন শীর্ষ গণমাধ্যম ও শিক্ষা ব্যক্তিত্ব।

Check Also

ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

শেরপুর নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 3 =

Contact Us