সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় বিএনপির পদযাত্রা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় বিএনপির পদযাত্রা

শেরপুর নিউজ ডেস্ক: খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসাসহ সরকারের পদত্যাগ দাবিতে বগুড়ায় পদযাত্রা করেছে বিএনপি।

শনিবার (১৯ আগষ্ট) বেলা ১২টার দিকে শহরের কলোনি এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়। ইয়াকুবিয়া মোড় দিয়ে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়৷

এর আগে কলোনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার চক্রান্তমূলকভাবে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা প্রদান করে আসছে। সুচিকিৎসার অভাবে তাঁর জীবন এখন বিপন্ন। তাঁকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আমাদের আজকের এই পদযাত্রা।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম।

এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিল।

Check Also

বগুড়ায় শিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের মিলনমেলা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fourteen =

Contact Us