Bogura Sherpur Online News Paper

পড়াশোনা

অনশন স্থগিত, শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষকরা

শেরপুর নিউজ ডেস্ক: বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাসে অনশন স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (২ আগস্ট) থেকে তারা শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন। মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন তারা। সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সহ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিটিএ’র সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল দাবি ছিল- সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন।’

তিনি বলেন, ‘জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে, সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us