সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আমরণ অনশন শুরু

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আমরণ অনশন শুরু

শেরপুর নিউজ ডেস্ক: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২১ দিন অবস্থান কর্মসূচি পালন শেষে আজ (মঙ্গলবার) আমরণ অনশন শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। তারা আগেই ঘোষণা দিয়েছিলেন ৩১ জুলাইয়ের মধ্যে অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে অনশন শুরু করবেন।

মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, কিছুসংখ্যক শিক্ষক কাফনের কাপড় পরে বসে আছেন। আর অধিকাংশ শিক্ষক এদিক-ওদিক দাঁড়িয়ে আছেন। কেউ কেউ বক্তব্য দিচ্ছেন, কেউ কেউ তা মুঠোফোনে ধারণ করছেন। কেউ আবার প্ল‍্যাকার্ড হাতে ঝুলিয়ে বসে আছেন। তাদের বক্তব্য, জাতীয়করণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না।

Check Also

উৎসব উদযাপনে দেশবাসীকে অনুপ্রাণিত করছে সরকার: সৈয়দা রিজওয়ানা হাসান

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীকে নানা উৎসব উদযাপনের জন্য উৎসাহ এবং অনুপ্রাণিত করছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us