Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় করোনায় চিকিৎসাধীন ৫৪ জন

বগুড়ায় করোনায় চিকিৎসাধীন ৫৪ জন

শেরপুর ডেস্কঃ বগুড়া জেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জন চিকিৎসাধীন রয়েছন। এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৭জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ।

রবিবার (১০ অক্টোবর) বগুড়া সিভিল সার্জন অফিস এক বিজ্ঞপ্তিতে জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এবং টিএমএসএস মেডিকেল কলেজ থেকে আসা ১৯৬টি নমুনার মধ্যে ৭জন করোনায় শনাক্ত হয়েছেন। নতুন ৭ জনের মধ্যে সদরের ৩, কাহালু ২ এবং বাকি দুইজন শাজাহানপুর ও সোনাতলার বাসিন্দা। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৬০জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যু ৬৮৫জনে অপরিবর্তিত রয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৫৫জন। এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৫৪জন রোগী চিকিৎসাধীন।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

Contact Us