সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: ফখরুল

নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: ফখরুল

শেরপুর ডেস্কঃ নির্বাচন নির্বাচন খেলা আর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের কথা খুব পরিষ্কার। নির্বাচন নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় হতে হবে।

শনিবার (২ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক বিএনপির আলোচনাসভায় দলটির নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা যায়।

মির্জা ফখরুল বলেন, আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ। এখনো সময় আছে মানুষের ভাষাগুলো পড়েন। দেয়ালের লিখন দেখেন। দেখে এই নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান। জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন।

নিবার্চন কমিশনের সমালোচনা করে বিএনপি মাহসচিব বলেন, মজার কথা হচ্ছে, নির্বাচন কমিশন হুদা সাহেব। যিনি নির্বাচনী ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছেন। তিনিও বলছেন, রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনা করেই নির্বাচন কমিশন গঠন করা উচিত।

Check Also

কারগার থেকে পালানো ৩৮৯ বন্দির আত্মসমর্পণ, ৩ জঙ্গি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৩৮৯ জন আত্মসমর্পণ করেছে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 19 =

Contact Us