Home / দেশের খবর / বগুড়া- সিরাজগঞ্জ রেললাইন প্রকল্পের চুক্তি স্বাক্ষর

বগুড়া- সিরাজগঞ্জ রেললাইন প্রকল্পের চুক্তি স্বাক্ষর

শেরপুর ডেস্কঃ বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী স্টেশনের মধ্যে ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্পের অধীনে সম্ভ্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা তৈরি, টেণ্ডার তৈরি এবং নির্মাণ তদারকি কার্যকর্মের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ও ভারতের রাইটসের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলো।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রেলভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেল সচিব মো.সেলিম রেজা, রেলওয়ের মহাসচিব ধীরেন্দ্র নাথ মজুমদার, ভারতীয় হাই কমিশনার বিক্রম কে. দোরাইস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ রেলপথটির কনসালটেন্সি, ডিজাইন, টেন্ডারিং ও সুপারভিশন ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি, ৫২ লাখ ৩৭ হাজার ৩৩৪ টাকা, প্রকল্পের মোট ব্যয় ৫ হাজার ৫ শত ৭৯ কোটি ৭০ লাখ টাকা।

এই ১১২ কি মি নতুন রেলপথের সম্ভ্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা, টেন্ডারিং সার্ভিসেস ইত্যাদির জন্য সময় ধরা হয়েছে এখন থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। এটি ভারতীয় এল ও সি প্রকল্পের একটি প্রকল্প। ভারতীয় এক্সিম ব্যাংক প্রকল্পটিতে ঋণ দিচ্ছে।

ভারতীয় রাইটস কোম্পানীর পক্ষ থেকে মি. অনিল এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রকল্পের পিডি মো. আবু জাফর মিয়া এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

Check Also

মোবাইল ইন্টারনেট কবে চালু হতে পারে রবি-সোমবারে

শেরপুর নিউজ ডেস্ক: আগামী সপ্তাহের শুরুর দিকে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + seven =

Contact Us