Home / স্থানীয় খবর / শেরপুরে মঙ্গলবার ১৬ হাজার ৫শজনকে করোনার টিকা দেয়া হবে

শেরপুরে মঙ্গলবার ১৬ হাজার ৫শজনকে করোনার টিকা দেয়া হবে

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) একযোগে ১৬ হাজার ৫শ জন মানুষকে করোনার ভ্যাকসিন (টিকা) দেয়া হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে শেরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. আবু হাসান জানান, মঙ্গলবার উপজেলার ১০টি ইউনিয়নের ১০টি কেন্দ্রে এবং পৌরসভার ৩টি কেন্দ্রে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে। ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে ১৫শ জন নারী-পুরুষ এই টিকা পাবেন। তবে টিকা গ্রহণকারীদের অবশ্যই অনলাইনে রেজিষ্ট্রেশন করে কার্ড ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

এছাড়া শেরপুর পৌরসভায় তিনটি কেন্দ্রে ৫শ করে ১৫শ জনকে এই টিকা দেয়া হবে।

সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করোনা টিকা দান চলবে বলে তিনি জানান।

দেখে নিন শেরপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার কোন কোন কেন্দ্রে এই টিকা দেয়া হবে।

Check Also

সড়কে চাপ আছে যানজট নেই: ওবায়দুল কাদের

শেরপুর নিউজ ডেস্ক: সড়কে চাপ আছে যানজট নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Contact Us