Home / বিদেশের খবর / মোদি ও কমলার সাক্ষাৎ

মোদি ও কমলার সাক্ষাৎ

শেরপুর ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথমবারের সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এ সাক্ষাৎ হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি কমলাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

গত বছরের নভেম্বরে কমলা হ্যারিসের জয়ের খবরে ভারতের তামিলনাড়ু প্রদেশের তিরুভারুর এলাকার থুলাসেনদ্রাপুরাম গ্রামের অধিবাসীরা আতশবাজি উড়িয়ে আনন্দ করেন। কারণ ওই গ্রামেই কমলা হ্যারিসের মা থাকতেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে মোদি ও কমলার মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ ও আফগানিস্তান বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

Check Also

প্রথম নারী প্রধান বিচারপতি পেল দ. আফ্রিকা

শেরপুর নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারক হিসেবে নিযুক্ত হলেন মান্দিসা মায়া। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Contact Us