Home / অন্যরকম খবর / আসছে ইলেকট্রনিক মাস্ক

আসছে ইলেকট্রনিক মাস্ক

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বেই, কেড়ে নিয়েছে সাড়ে ৩ লাখেরও বেশি প্রাণ। প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুরক্ষায় যেসব সামগ্রী রয়েছে তার মধ্যে মাস্ক অন্যতম।

এবার ইলেকট্রনিক মাস্ক আবিষ্কার করেছেন তুরস্কের দুই গবেষক, যা করোনাভাইরাসের জীবাণুও ধ্বংস করতে পারবে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, সেন্ট্রাল তুরস্কের আকসারি বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক তারিক ইলমাজ ও ইমরে আর্সলান ইলেকট্রনিক মাস্ক তৈরি করেছেন।

এই মাস্ক সাধারণ রোগ-জীবাণুর পাশাপাশি করোনাভাইরাসের জীবাণুও ধ্বংস করতে পারবে। মাস্ক পরা থাকলে করোনা আক্রান্ত রোগীর শ্বাসযন্ত্র, হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারবে না। মূলত জীবাণু মারতে সক্ষম আল্ট্রাভায়োলেট রশ্মি ও ইলেকট্রিক্যাল সিলভার বেস ব্যবহার করা হয়েছে এই মাস্কে।

ইলেকট্রনিক মাস্কের অন্যতম আবিষ্কারক ডা. তারিক ইলমাজ বলেন, ‘প্রথমে আমরা বহনযোগ্য ও নিজে নিজেই জীবাণুমুক্ত হতে পারে এমন মাস্ক তৈরি করার চেষ্টা করেছি। এরপর আমরা জীবাণু ও ভাইরাস ধ্বংস করতে পারে এমন মাস্ক তৈরির পরিকল্পনা নিয়ে আগাই।’

তিনি বলেন, ‘উনিশ শতক থেকে গবেষণায় দেখা গেছে- আল্ট্রাভায়োলেট রশ্মি ভাইরাস মারতে পারে। মাস্কে এই আল্ট্রাভায়োলেট রশ্মি যুক্ত ও কার্যকর করাটা ছিল চ্যালেঞ্জিং। বেশ সময়ও লেগেছে।’

তিনি আরও বলেন, ‘অবশেষে মাস্কে আমরা এই প্রযুক্তি যুক্ত করতে সক্ষম হয়েছি। এটার পাশাপাশি ইলেকট্রিক্যাল সিলভার বেসও তৈরি করেছি। এর মধ্য দিয়ে আমরা জীবাণু ও ভাইরাস ধ্বংসকারী মাস্ক তৈরি করতে সক্ষম হয়েছি।’

Check Also

বিজিবি’র অভিযানে এপ্রিল-২০২৩ মাসে ২৭২ কোটি ৩১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

শেরপুর নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল-২০২৩ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =

Contact Us