শেরপুর নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় প্রদান করেন। আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত সুলতান শেখ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুঠিরচর গ্রামের আয়নাল শেখের ছেলে। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ১৪ আগস্ট সুলতান শেখের সঙ্গে সদর উপজেলার চণ্ডিদাসগাতী গ্রামের আবু তাহের শেখের মেয়ে তাহমিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকে সুলতান শেখ স্ত্রী তাহমিনার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। তাহমিনা টাকা দিতে অস্বীকার করলে তাকে নির্যাতন করে সুলতান। এরই জেরে ২০১৯ সালের ৮ আগস্ট তাহমিনাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ইউডি মামলা করে পুলিশ।
পরবর্তী সময়ে নিহতের বাবা বাদি হয়ে ৭ জনকে আসামি করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সুলতান শেখকে আসামি করে ২০২০ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা চলাকালে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত সুলতান শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।