Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মতবিনিময়

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার শেরপুরে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষার গুনগতমান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা অডেটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। কহিতকুল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক রাইহানুল ইসলামে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন, দারুগ্রাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, বিশ্বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ঝাঁজর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, চৌবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ঘোগা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী প্রমুখ।

প্রধান অতিথি আশিক খান বলেন, পর্যাপ্ত পাঠদান উপকরণ, নিয়মিত ট্রেনিং, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মানে শুধু কুরআন শিক্ষা নয়, এখানে সাধারণ শিক্ষাও দেয়া হয়। তাই মানোন্নয়নে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us