Bogura Sherpur Online News Paper

পড়াশোনা

শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে হত্যা এবং সারা দেশে চাঁদাবাজি, দখলদারি, হামলা-হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’- ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, জুলাইয়ের ছাত্র-জনতা এখনো ঘরে ফিরে যায়নি। হাসিনার আমলে মিডিয়াগুলোকে কব্জা করে রাখা হয়েছিল। কিন্তু এখন হাসিনা চলে গেলেও মিডিয়াগুলো কোল পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দলের কোলে স্থান করে নিয়েছে।

তিনি বলেন, মিটফোর্ডের হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির পশ্চাৎগামী ধারারই অংশ, যেখানে ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি ও খুনের পৃষ্ঠপোষক বানানো হয়েছে। আমরা বিএনপিকে স্পষ্ট করে বলে দিতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে যারা সন্ত্রাসে মদদ দেয়, তাদেরও প্রতিরোধ করা হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান দেখিয়েছে, এই দেশের মানুষ দখলবাজদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। মুখোশধারী চাঁদাবাজদের বিরুদ্ধে, নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে আজ সেই ঐক্য আবার গড়ে তুলতে হবে। ছাত্রসমাজকে এই সংগ্রামে সম্মিলিত হতে হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us