Bogura Sherpur Online News Paper

বিনোদন

অবশেষে অস্কারের মিশনে জয়ী হলেন টম ক্রুজ

 

শেরপুর নিউজ ডেস্ক:

অস্কারে চারবার মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে, ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য পার্শ্ব-অভিনেতা হিসেবে এবং ২০২৩ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে মনোনয়ন পান। তবে কোনোবারই পুরস্কার হাতে ওঠেনি তাঁর। টম ক্রুজের ভক্তদের সে আক্ষেপ ঘুচবে এবার। অবশেষে ৬২ বছর বয়সে এসে তাঁর হাতে উঠছে বহুল প্রতীক্ষিত অস্কার।

অস্কারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানজনক পুরস্কার পাচ্ছেন টম ক্রুজ। একই অনুষ্ঠানে অস্কার সম্মানে সম্মানিত হবেন প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং অভিনেত্রী ও কোরিওগ্রাফার ডেবি অ্যালেন। আর ডলি পার্টন পাচ্ছেন জিন হারশোল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড।

কেন টম ক্রুজকে সম্মানজনক অস্কার দেওয়া হচ্ছে? একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, এই সম্মান তাঁদেরই দেওয়া হয়, যাঁরা সারা জীবন সিনেমাজগতে অসাধারণ অবদান রেখেছেন বা চলচ্চিত্র নির্মাণের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছেন।

একাডেমি প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘এ বছর চারজন ব্যক্তিত্বকে সম্মান জানানো হচ্ছে, যাঁদের কাজ ও নিরন্তর প্রচেষ্টা বিশ্ব সিনেমাকে সমৃদ্ধ করেছে।’ টম ক্রুজ সম্পর্কে তিনি বলেন, ‘সারা বিশ্বের নির্মাতা থেকে শুরু করে স্ট্যান্টম্যান—সবাইকে অনুপ্রাণিত করেছেন টম ক্রুজ। তাঁর কাজগুলো হলে সিনেমা দেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।’

গত বছর গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানজনক অস্কার পেয়েছিলেন সংগীত প্রযোজক কুইন্সি জোনস ও কাস্টিং ডিরেক্টর জুলিয়েট টেইলর। জিন হারশোল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পান ব্রিটিশ নির্মাতা রিচার্ড কার্টিস। জেমস বন্ড প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকোলিকে দেওয়া হয়েছিল আরভিং জি থালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ড।

যদিও গভর্নরস অ্যাওয়ার্ড টিভিতে সম্প্রচারিত হয় না, তবে ঐতিহ্যগতভাবে অস্কার অনুষ্ঠানের সময় তাঁদের স্বীকৃতি দেওয়া হয়। অস্কারের পরবর্তী আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ মার্চ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us