শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শিবগঞ্জে কুলসুম (১৫) নামে এক স্কুল ছাত্রী অপহরনের ৫ মাস পরও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। অপহৃতা কুলসুম উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল হামিদের কন্যা।
এই বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা করা হয়। মামলায় উপজেলার আটমুল আউরাপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২) সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয় মামুন প্রায় কুলসুমকে মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি কুলসুম তার বাবা-মা’কে জানালে তারা মামুনকে নিষেধ করেন এবং তার পরিবারের লোকজন জানানো হয়।
এদিকে গত ২০ জানুয়ারি বিকেল ৪টায় কুলসুম তার প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার জন্য স্থানীয় মোকামতলা বন্দরে গেলে মহাসড়ক সংলগ্ন একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মামুন ও তার সঙ্গীরা কুলসুমকে জোর করে একটি সিএনজি আটো রিক্সায় তুলে অপহরণ করে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাওসার মাহমুদ জানান, অপহৃতা কুলসুমকে উদ্ধারসহ আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।






Users Today : 94
Users Yesterday : 150
Users Last 7 days : 2690
Users Last 30 days : 4747
Users This Month : 2319
Users This Year : 33727
Total Users : 508975
Views Today : 148
Views Yesterday : 282
Views Last 7 days : 3508
Views Last 30 days : 7781
Views This Month : 3022
Views This Year : 100344
Total views : 768552
Who's Online : 2