Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়া পৌরসভার ৪০২ কোটি টাকার বাজেট ঘোষণা

 

 

শেরপুর নিউজ ডেস্ক:

দেশের মধ্যে সবচেয়ে বৃহৎ ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪০২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম।

বগুড়া পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ এর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস’র নির্বাহী প্রধান মো: হারুন উর রশিদ, সাবেক কাউন্সিলর মো: এরশাদুল বারী এরশাদ, সংবাদ কর্মী আবুল কালাম আজাদ, ফরহাদুজ্জামান শাহী, সুমন সরদার।

ঘোষিত বাজেটে ৪০২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৬৬৪ টাকার মধ্যে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৮৮ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ২৯টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকা ও সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬৯ হাজার ২৯ টাকা। পানি সরবরাহ খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৬৩৫ টাকা, সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লাখ ৯৫ হাজার টাকা ও সম্ভাব্য উদ্বৃত্ত ধরা হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৬৩৫ টাকা।

এডিপি খাতে সম্ভাব্য আয়-ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা। এছাড়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, আরইউটিডিপি, কোভিড-১৯, বগুড়া পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ও বৃহত্তর পাবনা-বগুড়া উন্নয়ন প্রকল্পে সম্ভাব্য আয়-ব্যয় ধরা হয়েছে ৩০৫ কোটি টাকা।

 

বাজেট অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বগুড়া পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাসুম আলী বেগ বলেন, ১৪৯ বছরের পুরাতন এ পৌরসভা দেশের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে অন্যতম। দেশের সর্ববৃহৎ পৌরসভা হলেও বগুড়ার জন্য কাঙ্খিত অর্থ বরাদ্দ না পাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়। এবার প্রত্যাশা করা হচ্ছে যে সরকারি বরাদ্দ বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বগুড়া পৌরসভার বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি শহরের সৌন্দর্য বর্ধন, রাস্তা ও ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা আলোকিতকরণ, স্বাস্থ্য সেবা, মশক নিধনসহ নাগরিক সেবা বৃদ্ধির পদক্ষেপ নেয়ার কথা এই বাজেটে বলা হয়েছে। বগুড়াকে একটি আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us