ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় টিভি দেখানোর কথা বলে ছয় বছর বয়সের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় নুরুল ইসলাম (৩৫) নামে এক কলেজ প্রভাষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২ টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। নুরুল ইসলাম উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং বটতলা এলাকার গফুর সরকারের ছেলে। সে সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মহিলা কলেজের প্রভাষক।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাসাপোটল গ্রামের এক কৃষকের ছয় বছর বয়সী মেয়ে জয়শিং বটতলা এলাকায় নানার বাড়ি থেকে স্থানীয় একটি মাদ্রাসায় কেজি শ্রেণিতে পড়াশোনা করে। অন্যান্য দিনের মত গত বৃহস্পতিবার দুপুর আড়ায়টায় মেয়েটি প্রতিবেশী নুরুল ইসলামের বাড়িতে গিয়ে তার ভাগ্নের সাথে খেলাধূলা করছিল। এ সময় ওই বাড়িতে অন্য কোন লোকজন ছিল না। এ সুযোগে নুরুল ইসলাম মেয়েটিকে টিভি দেখানোর কথা বলে কৌশলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটির চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।