শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় ভরণপোষণের খরচ চাওয়ায় এক বৃদ্ধা মাকে নির্মমভাবে মারধর করেছেন তার পুত্র ও পুত্রবধূ। মারধরের শিকার ওই মায়ের নাম জোসনা রানী সরকার (৬৯)। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামের বাসিন্দা। গত ১৯ জুন সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শনিবার (২১ জুন) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম রকিব।
স্থানীয় সূত্রে জানা যায়, জোসনা রানী সরকার বিশ্বা গ্রামের মৃত গোপাল চন্দ্র সরকারের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি তার ছেলেদের সঙ্গেই বসবাস করতেন। কিন্তু সম্প্রতি ছেলেরা তার ভরণপোষণের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এতে পরিবারে কলহ শুরু হয় এবং স্থানীয়ভাবে একাধিক শালিসী বৈঠকও অনুষ্ঠিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন সন্ধ্যায় ছেলে গোলক চন্দ্র সরকার ও তার পুত্রবধু কবরি রানী সরকার বৃদ্ধা জোসনা রানীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বৃদ্ধা রাজি না হওয়ায় তারা কাঠের বাটাম দিয়ে তার ওপর বেধড়ক মারধর চালায়। এতে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বৃদ্ধার মেয়ে ছবি রানী সরকার বলেন, “আমরা দুই ভাই, এক বোন। ভাই গোলক বড়। বাবার মৃত্যুর পর থেকেই মায়ের ভরণপোষণ নিয়ে বিরোধ শুরু হয়। কিন্তু এমন শারীরিক নির্যাতনের ঘটনা ঘটবে তা আমরা কল্পনাও করিনি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” অভিযুক্ত গোলক চন্দ্র সরকার অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার দিন পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে আমি মাকে টানা হেঁচড়া করেছি। তবে আমি-ই তার ভরণপোষণ দেই।”
শেরপুর থানার এসআই রাকিবুল ইসলাম রকিব বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।