শেরপুর নিউজ ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর থেকে ছোট ও বড়পর্দায় কাজ করে নিজেকে জনপ্রিয় করে তোলেন। তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন মিম।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিছু ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন মিম। সঙ্গে স্বামী সনি পোদ্দার। সেখানেই সমুদ্র পাড়ের মনোরম পরিবেশে ফটোশুট করেছেন, এবার নজরকাড়া সেই মুহূর্তগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ জুন) অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, সমুদ্রের ধারে হাঁটছেন মিম, বিভিন্ন স্টাইলে পোজ দিয়েছেন। সেখানকার রেস্টুরেন্টে পিৎজা খেতেও দেখা গেছে তাকে। যা মুগ্ধতা ছড়িয়েছে তার ভক্তদের মাঝে।
সেই ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে মিম লেখেন, ‘সুখ আসে ঢেউয়ের সঙ্গে সঙ্গে।’ জানালেন, শ্রীলঙ্কার হিক্কাডুয়া এলাকায় অবস্থান করছেন তারা। এছাড়াও তার স্টোরিতেও আরও কিছু ছবিতে দেখা যায়, স্বামী সনি পোদ্দারের সঙ্গে একটি সেলফিও ভাগ করে নিয়েছেন মিম।
ছবিগুলো প্রকাশের পরপরই মিমের অনুরাগীরা তার পোস্টের মন্তব্যঘরে মুগ্ধতা প্রকাশ করেন। বিশেষ করে তার লুকের প্রশংসা করেছেন তারা।
বিদ্যা সিনহা মিম শুধু অভিনয়ের জন্য নয়, তার ফ্যাশন সেন্সের জন্যও বেশ জনপ্রিয়। সময় পেলেই দেশের গণ্ডি ছাড়িয়ে চলে যান পছন্দের কোনো গন্তব্যে। এর আগে তাকে দেখা গেছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালদ্বীপসহ বিভিন্ন দেশে অবকাশ কাটাতে। প্রতিটি সফরে এই নায়িকা নিজের উপস্থিতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন ভক্ত-অনুরাগীদের মাঝে।