সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ঢাকায় মঞ্চ মাতালেন কণ্ঠশিল্পী ঐশী

ঢাকায় মঞ্চ মাতালেন কণ্ঠশিল্পী ঐশী

শেরপুর নিউজ ডেস্ক:

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গান নিয়ে দেশ-বিদেশ ছুটছেন সংগীতশিল্পীরা। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জমকালো সব গানের আয়োজন।

তারই ধারাবাহিকতায় এবার কয়েক হাজার পরিবেশককে সুরের মূর্ছনায় মাতালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী; তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী সুইটিও।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পান্না গ্রুপের আয়োজনে ‘পরিবেশক সম্মেলন ২০২৩-২৪’ অনুষ্ঠিত হয়। রাজধানীর হাজারীবাগে পান্না গ্রুপের প্রধান কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে উপস্থিত হন কয়েক হাজার পরিবেশক।

সংগীত সন্ধ্যার পাশাপাশি অনুষ্ঠানে পাঁচশ’ জনকে অ্যাওয়ার্ড প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. লোকমান হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. শহিদ খান (ডিরেক্টর অপারেশন), গোপাল চন্দ্র ঘোষ (ব্যবস্থাপনা উপদেষ্টা) এবং এ. কে. এম. মহিবুল্লাহ (সিনিয়র জিএম সেলস অ্যান্ড মার্কেটিং)। এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানে র‍্যাফেল ড্র’র মাধ্যমে মোটরসাইকেলসহ আকর্ষণীয় সব পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

সবশেষ মঞ্চে ওঠেন গানের শিল্পীরা। অনুষ্ঠানে ঐশী গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো। জমকালো এই আয়োজন শেষে ঐশী বলেন, এ ধরনের আয়োজনে অংশ নিতে আমার সবসময় ভালো লাগে। এতে কোম্পানির কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা উজ্জীবিত হয়ে থাকেন। নিদারুণ ব্যস্ততার মাঝে বছরের অন্তত একটি দিন তাদের আনন্দে কাটে। আর তাদের আনন্দ দিতে পারলে, নিজেকে সার্থক মনে হয়। পান্না গ্রুপের সকল কর্মী ও পরিবেশকদের ঐশী এক্সপ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা।

Check Also

সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

শেরপুর নিউজ ডেস্ক: বলিউডে জনপ্রিয়তার শীর্ষ পেরিয়ে হলিউডে নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিচরণ করেছেন অভিনয়সহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =

Contact Us