Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে ঝড়ে গাছ উপরে রাস্তার বেহাল দশা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর-জোড়গাছা রাস্তার কুর্নিঘাট এলাকায় ঝড়ে বড় দুটি গাছ উপরে রাস্তার প্রায় অর্ধেক ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ওই রাস্তা দিয়ে বড় কোন যানবাহন চলাচল করতে না পারায় নানা দুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ। এমন একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা ঝড়ে ক্ষতিগ্রস্ত হবার ৪দিন অতিবাহিত হলেও সংস্কার বা মেরামতের ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

স্থানীয় এলাকাবাসীরা জানান, গত রোববার উপজেলার মির্জাপুর টু জোড়গাছা রাস্তার কুর্নিঘাট এলাকায় ঝড়ের সময় বড় ২টি ইউক্যালিপটাস গাছ একসাথে পড়ে যায়। এ সময় রাস্তার প্রায় অর্ধেক করতোয়া নদীতে ধ্বসে যায়। এরপর থেকে মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের যাতায়াতের একমাত্র পাকা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে মালবাহী ট্রাক, বালুর ট্রাক ও বিভিন্ন যানবাহন যাতাযাত করছে।

এলাকাবাসি জানান, এই রাস্তা দিয়ে প্রায় ৫০টি গ্রামের মানুষ চলাচল করে। তাদের চলাচলের একমাত্র রাস্তা এটি, এছাড়াও এই রাস্তা দিয়ে জয়লা কলেজ হয়ে ধুনটের বড় একটি অংশের চলাচলের মাধ্যম হলেও কর্তৃপক্ষের কোন নজর নেই।

এ বিষয়ে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন,রাস্তাটি এলজিইডির। তবে জনদুর্ভোগ যেন না হয় সেই লক্ষ্যে কর্তৃপক্ষকে রাস্তাটি দ্রুত মেরামতের করার নির্দেশ দেয়া হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us