শেরপুর নিউজ ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষায় পাঁচটি প্রধান পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ কোনো বিলাসিতা নয়, এটা এখন সময়ের দাবি। অদূরদর্শী শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে নৈতিক দায়িত্ব।
বিএনপির পক্ষ থেকে তিনি যে পাঁচটি প্রধান উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন, সেগুলো হলো-
জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান: পুনর্বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই কৃষিতে বিনিয়োগ।
প্লাস্টিক ও রাসায়নিক নিষিদ্ধ করা: ক্ষতিকর প্লাস্টিক ও বিষাক্ত পদার্থ নিষিদ্ধ করে পরিবেশবান্ধব পণ্যে উৎসাহ।
নদী ও খাল পুনরুদ্ধার: জলাবদ্ধতা নিরসনে ও পরিবেশ ভারসাম্যে খনন প্রকল্প।
জলবায়ু সহনশীল দক্ষিণাঞ্চল গড়া: দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই অবকাঠামো ও কৃষি ব্যবস্থা উন্নয়ন।
পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা: শিক্ষাক্রমে পরিবেশ বিষয় অন্তর্ভুক্তি।
তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছে। তিনি মনে করিয়ে দেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেন, যা পরে পূর্ণাঙ্গ বিভাগে রূপ নেয়। খালেদা জিয়া ১৯৯৫ সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করেন এবং পরিবেশ আদালত প্রতিষ্ঠা করেন।
বিবৃতির শেষে তিনি দেশবাসীকে আহ্বান জানান, আসুন, এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা আশার বীজ বুনে একটি টেকসই, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী উত্তরাধিকার হয়ে থাকবে।