Bogura Sherpur Online News Paper

দেশের খবর

সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি

শেরপুর নিউজ ডেস্ক: ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার, সিলেটের জকিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চট্টগ্রামের বাঁশখালী, রাঙামাটি ও খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও কোথাও নতুন এলাকা প্লাবিত হয়েছে। অনেক স্থানে কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গ্রামীণ সড়ক ভেঙে স্থানীয় যোগাযোগ ব্যাহত হচ্ছে।

নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাঙামাটিতে পাহাড় ধসে আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আখাউড়ায় অর্ধশতাধিক পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবর থেকে জানা যায়, মৌলভীবাজার : জেলার নদী ও হাওড়ের পানি বৃদ্ধি পেয়েছে। মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট পয়েন্টে সোমবার বেলা ৩টায় বিপত্সীমার ৭৩ সেন্টিমিটার ও জুড়ী নদীর পানি ১৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা ও ধলাই নদীর পানি বিপত্সীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টিপাতের ফলে জেলা ও উপজেলা শহরসহ অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক স্থানে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও বড় সড়ক। মনু নদীর তীরবর্তী (বাঁধের ভেতর) অনেক স্থানে বসতঘরেও পানি উঠেছে।

জকিগঞ্জ (সিলেট) : জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর অন্তত তিনটি স্থানে বাঁধ (ডাইক) ভেঙে ও বাঁধের ওপর দিয়ে পানি উপচে পৌর শহরসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দোকানপাট ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শহরের অলিগলি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। ৪০ থেকে ৫০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us