শেরপুর নিউজ ডেস্ক:
মার্চের শেষের দিকে ভয়াবহ ভূমিকম্পের পর পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তার কথা জানিয়ে তথাকথিত যুদ্ধবিরতি সম্প্রসারণ করেছে মিয়ানমারের জান্তা সরকার।
রোববার (১ জুন) রাষ্ট্র পরিচালিত মায়ানমার ইন্টারন্যাশনাল টিভি জানিয়েছে, সেনাবাহিনী বর্তমান যুদ্ধবিরতি ৩০ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
এতে জানানো হয়, ১ জুন থেকে কার্যকর হওয়া নতুন এই যুদ্ধবিরতির লক্ষ্য হলো – সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর পুনরুদ্ধার এবং পুনর্বাসনের প্রচেষ্টাকে সহজতর করা এবং জাতীয় শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করা।
গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩৮০০ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য ৬ মে থেকে ৩১ মে পর্যন্ত আগের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।
শনিবার এক ঘোষণায় জান্তা বাহিনী জাতিগত সশস্ত্র সংগঠন এবং অন্যান্য গোষ্ঠীগুলোকে ‘জননিরাপত্তা বা জাতীয় স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার’ আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন রুট, বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনী এবং সামরিক পোস্টের উপর আক্রমণ এড়ানো এবং নিয়োগ বা আঞ্চলিক সম্প্রসারণ থেকে বিরত থাকা।