শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে নাজমুল হক ও তার বাবা হাফিজুর শেখের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার শেষে নাজমুল হক হোটেলের নাইট ডিউটিতে যায়। এরপর তার স্ত্রী শাকিলা আক্তার বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় ৬-৭ জনের একটি ডাকাত দল প্রথমে নাজমুল হকের ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্ত্রী শাকিলাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা ঘরের বিভিন্ন জায়গা তছনছ করে সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে। এরপর ডাকাত দল নাজমুল হকের বাবা হাফিজুর শেখের ফ্লাটে ঢুকে তাদেরকেও জিম্মি করে অচেতন করে ফেলে এবং বাড়িঘর তছনছ করলেও গহনা বা টাকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয়রা নাজমুল হকের স্ত্রী শাকিলা আক্তারকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গুঙানির শব্দ শুনে এগিয়ে আসেন। পরে তারা বাড়িতে গিয়ে নাজমুলের বাবার ফ্ল্যাটে প্রবেশ করে বাবা হাফিজুর শেখ ও মা সুফিয়া বেগমকে অচেতন অবস্থায় পান। তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা অবনতি হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে। তবে অন্য দুজনের জ্ঞান ফিরলে অনেকটা তথ্য পাওয়া যাবে যে দরজা ভাঙ্গ নেই কিভাবে তাদের ফ্ল্যাটে তারা প্রবেশ করেছে।