Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

সারিয়াকান্দিতে বাঙালি ও যমুনা নদীর পানি বৃদ্ধি

 

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি ও যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বাঙালি নদীর পানি বিপৎসীমার ১.৬৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারি বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পেয়েছে এবং জুন মাসের মাঝামাঝি পর্যস্ত পানি এভাবে কমবেশি হতে থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বগুড়া সারিয়াকান্দিতে যমুনা এবং বাঙালি নদীর পানি একসাথে বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৩.৮৬ মিটার। আজ রোববার এ নদীর পানির উচ্চতা হয়েছে ১৩ মিটার। অর্থাৎ গত তিন দিনে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির বিপৎসীমা ১৬.২৫ মিটার। অর্থাৎ এ উপজেলায় যমুনার পানি বিপৎসীমার ৩.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে বাঙালি নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ নদীর পানি গত কয়েকদিন আগে থেকেই বৃদ্ধি পেয়ে গত বৃহস্পতিবার পানির উচ্চতা হয়েছে ১৩.০৫ মিটার। আজ রোববার এ নদীর পানির উচ্চতা হয়েছে ১৩.৭৬ মিটার। অর্থাৎ গত তিন দিনে সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি ৭১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানির বিপৎসীমা ১৫.৪০ মিটার। অর্থাৎ বাঙালি নদীর পানি বিপৎসীমার ১.৬৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বাঙালি এবং যমুনা নদীতে পানি বৃদ্ধিতে দুই নদীতেই পানির স্বাভাবিক প্রবাহ চালু হয়েছে। বেশকিছু মরে যাওয়া খালে প্রাণের সঞ্চার হয়েছে এবং সেখানে পানি প্রবাহ চালু হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষেরা নৌকায় একস্থান থেকে অন্যস্থানে খুব সহজেই চলাচল করতে পারছেন।

সারিয়াকান্দির কালিতলা নৌঘাটে খোঁজ নিয়ে জানা গেছে, সেখান থেকে দূরপাল্লার সকল ধরনের নৌকাগুলো এখন খুব সহজেই চলাচল করতে শুরু করেছে এবং একসময় বন্ধ হওয়া সকল ধরনের নৌরুটগুলো চালু হয়েছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা এবং বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে দুই নদীতেই পানি স্থিতিশীল হয়েছে। আশা করা যাচ্ছে দু’একদিনের মধ্যেই পানি কমে যাবে। তারপর আবারো বাড়বে। আগাামী ১৫ জুন পর্যন্ত পানি এরকম কমবেশির মধ্যেই থাকবে। তবে জুন মাসের শেষের দিক থেকে পানি একেবারে স্থায়ীভাবে বাড়তে শুরু করবে। এই মুহূর্তে পানি বিপৎসীমা অতিক্রম করার কোনও শঙ্কা নেই।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us