শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মছিরন বেগম (৫০) ও তার আট বছরের নাতি নুর আলম। মছিরন বেগম গড়মহাস্থান হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা এবং মহাস্থান গাইবান্ধা হোটেলের কর্মচারী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।
স্থানীয় বুলবুল সার্কাসের মালিক শাহীনুর রহমান জানান, নিহতরা মহাস্থানগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় বিভিন্ন হোটেলে কাজ করতেন, তবে তারা নির্দিষ্ট কোনো হোটেলের কর্মী ছিলেন না। আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া সম্ভব হয়নি। তিনি নিজ উদ্যোগে দাফনের ব্যবস্থা করেছেন। রাতেই তাদের দাফন সম্পন্ন হবে বলে জানান তিনি।
ওসি শাহীনুজ্জামান জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কাজ করছে।




Users Today : 96
Users Yesterday : 150
Users Last 7 days : 2692
Users Last 30 days : 4749
Users This Month : 2321
Users This Year : 33729
Total Users : 508977
Views Today : 158
Views Yesterday : 282
Views Last 7 days : 3518
Views Last 30 days : 7791
Views This Month : 3032
Views This Year : 100354
Total views : 768562
Who's Online : 0