Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে প্রাইম ব্যাংকের বিনামুল্যে চক্ষু চিকিৎসা

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে সমাজের সুবিধা বঞ্চিত ১২০০ নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা সেবা দিলেন প্রাইম ব্যাংক আই হসপিটাল। সেইসঙ্গে ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ওই হসপিটালের খরচে ছানি পড়া ১৫০জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল। তাদেরকে হাসপাতালের ব্যব¯’পনায় ঢাকায় নিয়ে অপারেশন করা হবে।
সোমবার (১৮নভেম্বর) সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ প্রাঙণে পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যক্তিদের চক্ষু পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাপত্র দেওয়া হয়। এরআগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান। এসময় প্রাইম ব্যাংকের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল হালীম, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি কেএম মাহবুবার রহমান হারেজ, প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যব¯’াপক টিএম আব্দুল্লাহ আল মামুন, অপারেশন ব্যব¯’াপক ফায়জুল ইসলাম, কর্মকর্তা নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
পরে প্রাইম ব্যাংক আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্য চোখের পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাপত্র প্রদান করেন। পাশাপাশি গরীব রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। এছাড়া বিনা খরচে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই, নারী রোগীদের আলাদা থাকার সুব্যব¯’াসহ তাদের যাতায়াতের সব ধরনের খরচ প্রদানেরও ঘোষণা দেন আয়োজকরা।
সেবা নিতে আসা সাধুবাড়ী গ্রামের রাহেলা বেওয়া বলেন, বেশকিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। কিš‘ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। হঠাৎ প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ফ্রি চিকিৎসার দেওয়ার মাইকিং শোনে অপেক্ষায় ছিলেন। অবশেষে সোমবার রাহেলা বেওয়ার অপেক্ষা শেষ হয়। সকাল সকাল এসে অভিজ্ঞ চিকিৎসককে চোখ দেখাতে পেরে এবং চিকিৎসাপত্র পেয়ে বেশ খুশি তিনি।
অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি কেএম মাহবুবার রহমান হারেজ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রাইম ব্যাংক আই হসপিটালের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানুষের শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গের একটি চক্ষু। অনেকেই চোখের নানা সমস্যায় ভুগলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাই বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে এবং ছানি অপারেশনের যে ব্যব¯’া করলেন তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেন তিনি।
প্রাইম ব্যাংকের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল হালীম বলেন, সমাজের সুবিধা বঞ্চিত চক্ষু রোগীদের জন্য চিকিৎসার সাহায্যার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেবা ক্যাম্পের মাধ্যমে ১২০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। আর ছানি অপারেশন করার জন্য ১৫০জন রোগীকে বাছাই করে ঢাকায় নেওয়ার জন্য ব্যব¯’া করা হয়েছে। ভবিষ্যতে আর্ত মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। দিনব্যাপি এই কার্যক্রমে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক, ছয়জন সহকারি ও ছয়জন নার্স রোগীদের সেবা প্রদান করেন বলে জানান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us