Bogura Sherpur Online News Paper

অর্থনীতি

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট

 

শেরপুর নিউজ ডেস্ক:

কাগজের নতুন মুদ্রার নকশায় দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যসহ আসছে সাহসী ও গুরুত্বপূর্ণ পরিবর্তন। বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, নতুন করে ছাপানো মুদ্রায় কোনও ব্যক্তির ছবি থাকছে না। শেখ মুজিবুর রহমানসহ কোনও রাজনৈতিক নেতা বা বিশিষ্ট ব্যক্তিত্বের মুখাবয়বও থাকবে না নতুন নোটে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘নতুন নোটে কোনও মানুষের ছবি থাকবে না—না শেখ মুজিবুর রহমানের, না অন্য কোনও বিশিষ্ট ব্যক্তির। এটি পরিকল্পিতভাবে ও নীতিগত সিদ্ধান্ত হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের গণ-আন্দোলনে অংশ নেওয়া তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু প্রতীকী চিত্র ব্যবহারের চিন্তাভাবনা করা হয়েছে। তবে সেখানে কোনও নির্দিষ্ট ব্যক্তির মুখ চেনা যাবে না। নতুন নোটে যে প্রতীকী অবয়ব থাকবে—তা হবে তরুণদের সংগ্রামের প্রতিনিধিত্বকারী, কিন্তু নির্দিষ্ট কোনও ব্যক্তি নয়।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনানুষ্ঠানিক সূত্রে দাবি করা হচ্ছিল, জুলাই আন্দোলনের দুই তরুণ শহীদ আবু সাঈদ ও মুগ্ধের প্রতিকৃতি ৫ টাকার নতুন নোটে ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আরিফ হোসেন খান স্পষ্ট করে বলেন, ‘এটি সম্পূর্ণ গুজব। আবু সাঈদ ও মুগ্ধের কোনও প্রতিকৃতি নতুন নোটে ব্যবহার করা হচ্ছে না।’

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন মুদ্রার নকশায় রাষ্ট্রীয় ঐক্য, ভবিষ্যৎমুখী মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে কিছু নতুন প্রতিচ্ছবি যুক্ত হচ্ছে। এতে কোনও রাজনৈতিক বিভাজন বা বিতর্কের সুযোগ না রেখে একটি সর্বজনীন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us