শেরপুর ডেস্ক: শেরপুর সাহিত্য চক্র’এর ৬২৯তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (২৩ মে) বিকালে সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”এ অনুষ্ঠিত হয়। অধিবেশনে উপস্থিত হয়ে রবীন্দ্র-নজরুল এর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন- সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য, কবি, প্রাবন্ধিক ও গীতিকার প্রফেসর খৈয়াম কাদের এবং সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট লোকসাহিত্য গবেষক প্রফেসর ড. বেলাল হোসেন।
স্বরচিত লেখা পাঠ করেন- বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, মো. আব্দুস সামাদ, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, অমরকৃষ্ণ পাল নাণ্টু, ড্যারিন পারভেজ, সুশীল চন্দ্র পাল, অনন্য রাসেল, মো. আরিফুল ইসলাম, মো. আব্দুল বারী, সুব্রত কুমার সেন, শাকিবুল শাকিল, আমিনুল ইসলাম রঞ্জু, তোফাজ্জল হোসেন ও সৈকত চৌধুরী।
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন করেন- দূর্বা সরকার এবং ঐশী সাহা। তবলায় সহযোগিতা করেন কৌশিক সরকার। কৌতুক পরিবেশন করেন- মো. শামছউদ্দিন ফিজার ও চন্দন কুমার ঘোষ। তাদের কৌতুক এবং গান অধিবেশনে ভিন্ন মাত্রা যোগ করে।
উপস্থিত ছিলেন- মুহাম্মাদ সাইফুল ইসলাম, দিবাকর কুমার সরকার, ববিতা সরকার ও বেবী সাহা। সমালোচনার দায়িত্ব পালন করেন, অমরকৃষ্ণ পাল নাণ্টু এবং জীবন সাহা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।