Home / দেশের খবর / সাফজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

সাফজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শনিবার (২ নভেম্বর) সাফজয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংবর্ধনা নিতে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। তাদের বেলা ১১টায় রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

এসময় নারী ফুটবল দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন অংশ নেন প্রধান উপদেষ্টা।

সাফজয়ী ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাফজয়ী ফুটবলারদের বাইরে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয় প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যাকে। তবে এই সংবর্ধনায় ছিলেন না কোনো বাফুফে কর্মকর্তা।

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের কন্টিনজেন্ট ছিল ৩২ জনের। ২৩ জন খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তা ছিলেন ৯ জন। প্রধান উপদেষ্টার বাসভবনে কোচিং স্টাফের মধ্যে শুধু হেড কোচ ও কর্মকর্তাদের মধ্যে ম্যানেজার গিয়েছিলেন। গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও, মিডিয়া অফিসার যেতে পারেননি।

Check Also

ইতিবাচক আবহ তৈরির বার্তা নিয়েই বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

শেরপুর নিউজ ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। এরপর থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Contact Us