শেরপুর নিউজ ডেস্ক: স্বরলিপি পাবলিকেশনের প্রকাশক লিপি আক্তারের আয়োজনে আলোচনা সভা ও গুণিজন সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ঢাকার পুরানা পল্টনের পল্টান টাওয়ারে অনুষ্ঠিত সভায় জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার সভাপতি কবি ফাতেমা ইয়াসমিনকে কবি ও কণ্ঠশিল্পী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
সম্মানিত ব্যক্তি ও গুণিজনদের হাতে সম্মাননা পদক প্রদান তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (বাংলা বিভাগ) প্রধান অতিথি তারিক মনজুর। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি, গবেষক, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি ঢাকা, মাহমুদুল হাসান নিজামী, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ডঃ সাহেদ মন্তাজ।
এসময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদান রাখায় ঢাকা, বগুড়াসহ বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক ও কণ্ঠশিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার সভাপতি কবি ফাতেমা ইয়াসমিন সম্মাননা অর্জন করায় এই সংগঠনের সকল সদস্য ও শব্দকথন সাহিত্য আসরের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।


Users Today : 1410
Users Yesterday : 139
Users Last 7 days : 2760
Users Last 30 days : 4567
Users This Month : 2053
Users This Year : 33461
Total Users : 508709
Views Today : 1550
Views Yesterday : 210
Views Last 7 days : 3531
Views Last 30 days : 7639
Views This Month : 2543
Views This Year : 99865
Total views : 768073
Who's Online : 1