শেরপুর নিউজ ডেস্ক:
উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যে আবারও ভয়াবহ সশস্ত্র সংগঠনের হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, তারা অন্তত ২৩ জন কৃষক ও জেলেকে হত্যা করেছে এবং আরও অনেককে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে বোর্নো রাজ্যের মালাম কারান্তি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, ওইদিন সকালে অস্ত্রধারীরা গ্রামে ঢুকে কৃষক ও জেলেদের জড়ো করে। এরপর তারা নির্বিচারে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে অনেককে হত্যা করে।
একজন বাসিন্দা সানি আউয়াল জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই শিম চাষের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, একজন বয়স্ক ব্যক্তি, যিনি অল্পের জন্য বেঁচে যান, তিনিই পরে গ্রামের লোকজনকে ঘটনাটি জানান। আরেকজন প্রত্যক্ষদর্শী উসমান আলী বলেন, গ্রামের মানুষরা নিহতদের দেহ উদ্ধার করতে গেলে তারা আবার সাধারণ জনগণকে ধাওয়া করে, ফলে সবাইকে প্রাণ বাঁচাতে পালাতে হয়।
নাইজেরিয়া উত্তর-পূর্বাঞ্চলে বহু বছর ধরে সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (ISWAP)-এর বিদ্রোহের মুখে রয়েছে। এসব গোষ্ঠী বিভিন্ন সময়ে গ্রাম আক্রমণ, গণহত্যা, অপহরণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
বোর্নো রাজ্যের বর্তমান গভর্নরও সম্প্রতি স্বীকার করেছেন যে, বোকো হারামের হামলা আবারও বেড়েছে এবং তারা রাজ্যে নতুন করে অপহরণ শুরু করেছে, যা নিরাপত্তাবাহিনীর আগের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করছে। এই ঘটনার পর থেকে পুরো মালাম কারান্তি গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তথ্যসূত্র: রয়টার্স