শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ (৫৮) ইন্তেকাল করেছে।
মঙ্গলবার (১৩ মে) বিকাল ৬টার দিকে তিনি বগুড়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহে..রাজেউন)।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানান, তিনি ষ্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারি অধ্যাপক ছিলেন। তাকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈড় গ্রামে জানাযা শেষে দাফন করা হবে বলে তিনি জানান।