শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাদাত মোহাম্মাদ ছাইয়ুম (৪৮) কে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বগুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মাদ ছাইয়ুম শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি উত্তরপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তাকে গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে।