Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

ভারতের রাফাল ধ্বংস করে ইতিহাস গড়ল পাকিস্তান!

শেরপুর নিউজ ডেস্ক: পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপতিত হয়েছে। বিষয়টি সত্য হলে এর মাধ্যমে যুদ্ধের ময়দানে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান বিধ্বস্তের নজির গড়ল পাকিস্তান। ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

ওই কর্মকর্তা জানান, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে।

ফরাসি ওই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান রাতের আধারে ভারতের তিনটি রাফালে যুদ্ধবিমান ধ্বংসের এই দাবি সত্য কিনা তা যাচাই করে দেখছে ফ্রান্স কর্তৃপক্ষ।

এদিকে ভারত-শাসিত কাশ্মীরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে ফ্রান্সের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানের লোগো দেখা গেছে। তবে ধ্বংসাবশেষটি রাফাল বিমানের কিনা তা স্পষ্ট করে বলতে পারেননি বিশেষজ্ঞরা। তবে ভারতের পক্ষ থেকে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে কোনো মন্তব্য আসেনি।

রাফাল যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন সিএনএনের মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।
এদিকে বুধবার দুপুরে ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সরকারি চারটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছিল।

এদিন পৃথক এক প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তা, পশ্চিমা কূটনীতিক এবং স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, ভারতের দুই থেকে তিনটি বিমান ভারতের অভ্যন্তরে বিধ্বস্ত হয়েছে। তবে এগুলো কোন মডেলের বিমান তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।

বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ৪৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে।

ভূপাতিত বিমানের মধ্যে তিনটি রাফাল জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান, এবং একটি ড্রোন রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us