সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বিয়ে করেছেন সমন্বয়ক রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি

শেরপুর নিউজ ডেস্ক: বিয়ে করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন রাফি নিজেই।

স্ট্যাটাসে রাফি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।

ফেসবুক পোস্টে স্ত্রীকে ট্যাগ করেছেন তিনি। সেখান থেকে জানা যায়, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। ফেসবুকে তার বাড়ি বরিশাল উল্লেখ রয়েছে। পড়াশোনা লেখা আছে, বরগুনা সরকারি মহিলা কলেজ। তার আইডিতে ঢুকে দেখা গেছে, রাফির সঙ্গে ছবি কাভার ফটো করেছেন জান্নাত।

এদিকে, তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন।

রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩) শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়।

Check Also

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী নারীরা পেলেন মার্কিন অ্যাওয়ার্ড

শেরপুর নিউজ ডেস্ক:জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একদল নারীকে ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডে’ মনোনীত করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Contact Us