সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির শত্রু : শামা ওবায়েদ

যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির শত্রু : শামা ওবায়েদ

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপিকে ব্যবহার যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা বিএনপির শত্রু। তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখনও বাংলাদেশে নারী ও শিশুরা নিরাপদ নয়। এখনও তারা ধর্ষিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। গত ১৫ বছরের ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগরা ধর্ষণ করেছে। তারা মা-বোনের ইজ্জত নিয়ন্ত্রণ করেছে, সেটা আমরা সকলে জানি। আজকে ফ্যাসিবাদ চলে যাবার পরও আমাদের মা-বোনরা নিরাপদ নয় কেন? সেটা এই সরকারের কাছে প্রশ্ন করতে হবে।

শামা ওবায়েদ আরও বলেন, যারা ধর্ষণের মতো গর্হিত অপরাধ করছে তাদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে সাজা নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের জন্য কাজ করে, আর আওয়ামী লীগ জনগণকে শোষণ করে খায়।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা মশিউর রহমান প্রমুখ।

Check Also

গাজায় গণহত্যা বন্ধে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ প্রয়াস চান ডা. শফিকুর রহমান

শেরপুর নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্মম হামলা ও গণহত্যা বন্ধে এবং মজলুম গাজাবাসীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =

Contact Us