সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন এখন প্রায় বিলুপ্তির পথে

গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন এখন প্রায় বিলুপ্তির পথে

 

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিকেন শিল্পের স্থান (জায়গা) দখল করে নিয়েছে বিজ্ঞান যুগের বিদ্যুৎ ও সোলার লাইট। ফলে কালের স্রোতে হারিয়ে যেতে বসেছে এক সময়ের ক্ষুদ্র শিল্প হারিকেন। গ্রাম বাংলার কৃষাণ-কৃষানি, ছাত্র-ছাত্রী, শ্রমিক-জনতাসহ সকল স্তরের মাঝেই ছিল হারিকেন, সেই আলোকিত বাতি এখন বিলুপ্তির পথে।

সন্ধ্যার পর হতেই রাতের অন্ধকার দূর করতে একটা সময় দেশের প্রতিটি গ্রামের মানুষের অন্যতম ভরসা ছিল হারিকেন, দোয়াত ও কুপি বাতি। ৯০ দশকের পূর্বে ও কিছুকাল পর দেশে বিদেশি চাকরিসহ নানা পেশায় উচ্চ পর্যায়ে কর্মরত থাকাদের মধ্যে অনেকেই পড়ালেখা করেছেন এই হারিকেনের মৃদু আলোয়। গৃহস্থালি এবং ব্যবসার কাজেও হারিকেনের ছিল ব্যাপক চাহিদা।

বিয়ে জন্মদিন বা পারিবারিক কোন অনুষ্ঠানে লোকের সমাগম হলে ব্যবহার হতো হ্যাজাক বাতি পাশাপাশি জমা রাখা হতো এই হারিকেন। যুগের পরিবর্তনের পাশাপাশি হারিকেনের স্থান দখল করেছে নানা ধরনের বৈদ্যুতিক, রিচার্জার বাতি। বৈদ্যুতিক ও চায়না বাতির কারণে গ্রাম ও শহরে হারিকেনের ব্যবহার বন্ধ হয়েছে। সেই আলোর প্রদীপ হারিকেন এখন গ্রাম থেকেও প্রায় বিলুপ্ত হচ্ছে।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, হারিকেন জ্বালিয়েই বাড়ির উঠানে বা বারান্দায় পড়াশোনা করত শিক্ষার্থীরা। রাতের বেলায় পথ চলার জন্য ব্যবহার করা হত হারিকেন, প্রখ্যাত ডাক হরকরার মানুষটি এক হাতে চিঠির বক্স, অন্য হাতে ফলা-হারিকেন নিয়ে পথ চলা আজ কালের গর্ভে বিলীন হয়েছে। হারিকেনের জ্বালানি হিসেবে কেরোসিন তৈল (ডিজেল) আনার জন্য প্রায় বাড়িতেই থাকত কাঁচের বিশেষ ধরনের বোতল।

সেই বোতলে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হতো বাড়ির নিদিষ্ট স্থানে। গ্রামগঞ্জের হাটের দিনে সেই রশিতে ঝোলানো বোতল হাতে নিয়ে যেতে হতো হাট-বাজারে। এ দৃশ্য বেশি দিন আগের নয়। আধুনিক বিজ্ঞানের ছোঁয়া পল্লী বিদ্যুতায়নের যুগে এখন আর এমন দৃশ্য চোখে পড়ে না। বাংলার গ্রামীণ ঐতিহ্য দোয়াত, কুপি ও হারিকেন এখন শুধুই স্মৃতি হিসেবে অনেকের বাড়িতেই দেখা যাচ্ছে। তবে অনাদর আর অবহেলার পাত্র হিসেবে।

দিন দিন প্রযুক্তির উন্নতি ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এখন আর হারিকেন, দোয়াত, কুপি বাতি বা হ্যাজাকের ব্যবহার না করলেও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। কালের বিবর্তনের সাথে সাথে সবকিছুই পরিবর্তন ঘটেছে।

Check Also

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় রোববার

শেরপুর নিউজ ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় রোববার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 12 =

Contact Us