সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / মুশফিকুর রহিমকে সংবর্ধনা দেবে বিসিবি

মুশফিকুর রহিমকে সংবর্ধনা দেবে বিসিবি

শেরপুর নিউজ ডেস্ক:

ফেসবুকে পোস্ট দিয়ে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরদিন মিরপুর মাঠে ক্লাব সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পান মুশফিকুর রহিম। ম্যাচ শেষে কেক কেটে শুভেচ্ছাও জানানো হয় তাকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি। অবসর নেওয়ার দুদিন পর, বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান, অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

মিরপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের জানান, মুশফিকের জন্য বিশেষ আয়োজনের ভাবনা তাদের আছে। মুশফিককে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পথে ‘নাবিক’ বলেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এটা (মুশফিককে বিদায়ী সংবর্ধনা) আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা।

মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছরের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।’
‘আমি মনে করতে পারি, ২০০৫ সালে এখন পর্যন্ত সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা।

বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।’

Check Also

তামিম ইকবালের সুস্থতা কামনা

শেরপুর নিউজ ডেস্ক: মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 5 =

Contact Us