সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘ

জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন দমনের পথে গেলে সেনাবাহিনীর জন্য শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে (বিবিসি) এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

বিবিসির সাংবাদিক স্টিফেন স্যাকুরের উপস্থাপনায় সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘বিবিসি হার্ডটক‘-এ ভলকার তুর্ক এ তথ্য জানিয়েছেন।

বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের ভূমিকার বিষয়ে স্টিফেন স্যাকুরের এক প্রশ্নের জবাবে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে, যদি সেনাবাহিনী আন্দোলন দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনুস সরকার গঠন করেছে।

বিবিসির ২২ মিনিট ৫৭ সেকেন্ডের হার্ডটক অনুষ্ঠানটি বুধবার প্রচারিত হয়েছে।

Check Also

ঈদে মিলছে ৯ দিনের সরকারি ছুটি

শেরপুর নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটির সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + three =

Contact Us