সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / মাহুতের চরিত্রে অভিনয় করেছে নিলয়

মাহুতের চরিত্রে অভিনয় করেছে নিলয়

 

শেরপুর নিউজ ডেস্ক:

কুমিল্লায় একটি হাতির পায়ে শেকল বেঁধে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গেল বছর। সেই ঘটনার আদলে নির্মিত হয়েছে নাটক ‘নিহারকলি’।

নাটকটি রচনা করেছেন সেজান নূর, পরিচালনা করেছেন ফজলুল হক। নির্মাতা ফজলুল হক বলছেন, ‘নিহারকলি’ নাটকটি নির্মাণ করা ভীষণ চ্যালেঞ্জের ছিল। হাতির সঙ্গে কাজ করতে গিয়ে কয়েকটি দৃশ্যে আবেগেই কেঁদে ফেলেছেন নিলয়। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে।

নাটকে হাতির যন্ত্রণা ফ্রেমবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। নিলয় বলেন, হাতি নিয়ে কাজ করা আমার যেমন অনেক দিনের স্বপ্ন, পরিচালকেরও তাই। হাতিকে মেইনটেইন করা, আমাদের আবেগের সঙ্গে তার আবেগ মিলিয়ে কাজ করা বেশ কঠিন।

নিলয় বলেন, ‘আমি মাহুতের চরিত্রে অভিনয় করেছি। হাতির বয়স যখন কম তখন তাকে দিয়ে নানাভাবে অর্থ আয় করে একটি পরিবার চলে, হাতিটিরও খাবারের ব্যবস্থা হয়। কিন্তু যখন সেই হাতির বয়স হয়ে যায়, তখন তাকে দিয়ে অর্থ আয়ের সুযোগ কমে যায়। পরিবারটি অর্থের সংকটে পড়ে, হাতিটিরও খাবারের জোগান কমে যায়। এমনই গল্প দেখা যাবে নাটকে।

 

Check Also

‘চক্কর ৩০২’–এ বুশরা, আসছেন ‘লিমা’ হয়ে

  শেরপুর নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘চক্কর ৩০২’ সিনেমায় অভিনয় করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

Contact Us